বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Potato price soared after the strike called by cold storage owner and potato businessmen

রাজ্য | কোথাও বাড়ল দুই, কোথাও তিন টাকা, ধর্মঘটের আবহে চিন্তা আর দু'দিন কাটলে কী হবে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অভিজিৎ দাস | Editor: Abhijit Das ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২০Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: কৃষি বিপনণ মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি। সোমবার রাত থেকে ধর্মঘটে অনড় রয়েছেন আলু ব্যবসায়ীরা। কোনও হিমঘর থেকেই আলু বার হয়নি। এর ফলে মঙ্গলবার থেকেই খোলা বাজারে বাড়ল আলুর দাম। কোথাও দুটাকা বা তিন টাকা। কোথাও বেড়েছে তারও বেশি। সমস্যায় পড়েছেন গ্রাহকরা

মঙ্গলবার থেকে বাজারে চড়া দামে আলু বিক্রি হচ্ছে বর্ধমানের বাজারে। পুলিশ লাইন বাজার থেকে স্টেশন বাজার কিংবা নীলপুর বাজার সব জায়গাতেই খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলোদরে। খুচরো বিক্রেতারা জানান, সোমবার পর্যন্ত আমরা আলু বিক্রি করেছি ৩২ টাকায়। কিন্তু এদিন আলুর জোগান কম। বস্তায় ২০০ টাকা বেশী দামে আলু কিনতে হয়ছে। তাই দাম বেড়েছে। 
পূর্ব বর্ধমানের সব হিমঘর থেকে কার্যত কোন আলু বের হয়নি। রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতিতে সহমত পোষণ করছে হিমঘর মালিক এ্যাসোশিয়েশন। ফলে হিমঘর থেকে আলু বের না হওয়ায় বাজারে জোগান কমেছে। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি উত্তম পাল বলেন, ''আজ দুপুরে রাজ্য ব্যবসায়ী সমিতির বৈঠক হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।''

দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন বাজারেও আলু বিক্রি হয়েছে চড়া দামে। জ্যোতি আলুর দাম ছিল ৩৬ টাকা। চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে ৪৪ টাকা কিলো দরে। আলু বিক্রেতাদের অভিযোগ, এক দিনে এক বস্তা আলুর দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। এর ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও চিত্রটি ছিল একই রকম। নাগেরবাজার এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৮ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু ৪৫ টাকায়। আলু বিক্রেতাদের আশঙ্কা, ধর্মঘট না উঠলে এই দাম আকাশ ছোঁবে। দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রিতেও ভাটা দেখা দিয়েছে।

আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর আলুর দামে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন। হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা।  অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অথচ কোনও নির্দেশিকা ছাড়াই।  এর পরেই ধর্মঘট ডাকেন আলু ব্যবসায়ীরা। 


#Potatopricehike#Potato Price#Potato



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...

ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...

মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...

কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...

ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...

বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...

আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...

'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...

আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...

ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...

পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...

বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ  ...

মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...

তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...

ঝাল অথচ ঝাল নয়! 'চিলি‌ রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...



সোশ্যাল মিডিয়া



12 24